জেলার খবর

বীর মুক্তিযোদ্ধার জমি জবরদখল এর চেষ্টাঃ থানায় অভিযোগ

বীর মুক্তিযোদ্ধার জমি জবরদখল এর চেষ্টাঃ থানায় অভিযোগ

যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন বিশ্বাস এর ছেলে সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, উত্তর রাজাপুর গ্রামে মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের পুর্বপুরুষের জমি তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে সেখানে দীর্ঘদিন যাবৎ ভোগদখলে আছেন। তিনি মারা যাওয়ার পর ওয়ারেশ সুত্রে তার সন্তানাদিগন উক্ত জমিতে চাষাবাদ করেন।

কিন্তু সম্প্রতি মোঃ ইমন হোসেন, পিতা মিজান, মতিয়ার রহমান, সামছুর রহমান, উভয় পিতা মৃত মোসলেম মোড়ল, মিরাজ হোসেন, পিতা আজিজুর রহমান, পারভেজ মোড়ল, পিতা সামছুর রহমান, মিজান, পিতা মৃত রমজান মোড়ল উক্ত জমি দখলে নেবার জন্য বিভিন্ন ধরনের বিরোধ সৃষ্টি করতে থাকে। এরই ধারাবাহিকতায় তারা ৪৬ শতক জমিতে থাকা ১৫ টি আমগাছ, ৫৪টা লম্বুগাছ, ৯টা জামগাছ কেটে আনুমানিক ৭৫০০০ টাকার ক্ষতি সাধন করে।

এছাড়াও উক্ত জমিতে থাকা বীর মুক্তিযোদ্ধার নামের সাইনবোর্ড ভাংচুর করে। বাধা দিতে গেলে উক্ত বিবাদীগন অভিযোগের বাদী সাজ্জাদুল ইসলামকে মারধর করে এবং উক্ত জমিতে গেলে তাকে খুন করে ফেলবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবার এখন চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছে। বাদী সাজ্জাদ বলেন, ৭০/৮০ বছর ধরে উক্ত সম্পত্তি আমরা চাষাবাদ করি। এখন কোনো ডকুমেন্টস ছাড়াই তারা জমি দখল করার পায়তারা করছে।

এই নিয়ে তারা বিভিন্ন জায়গায় মামলা করলেও প্রত্যেকবার রায় আমাদের পক্ষে এসেছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান একটি সালিশ করে আমাদের পক্ষে লিখিত দিয়েছেন। তারপরও বিবাদীগন আমাদের গাছ কেটে নিয়েছে, মারধর করেছে। এখন তারা আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button