সেনবাগে পল্লীবন্ধু এরশাদের জন্মদিন পালিত

সেনবাগে পল্লীবন্ধু এরশাদের জন্মদিন পালিত
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর সেনবাগে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৪ তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ পৌর জাতীয় পার্টির সহ সভাপতি জামাল উদ্দিন টিটুর সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফখর উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম তালেবুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এম বেলাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা বাহার উল্যা,হাবিলদার (অবঃ) আমিরুল ইসলাম,মোহাম্মদ আলী,যুব সংহতি নেতা মোঃ সেলিম ও শাহজাহান প্রমুখ।
আলোচনা শেষে পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর কেক কেটে পল্লীবন্ধুর ৯৪ তম জন্মদিন পালন করা হয়।