স্বাধীনতা দিবসে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন চাটখিল শাখার ব্যতিক্রমী আয়োজন

স্বাধীনতা দিবসে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন চাটখিল শাখার ব্যতিক্রমী আয়োজন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন,চাটখিল, নোয়াখালী কর্তৃক আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার (২৬ শে মার্চ) দুপুর ২ ঘটিকায় চাটখিল কামিল (এমএ) মাদ্রাসার হলরুমে শাখা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম বাবর ও উজ্জ্বল কমল দাশ গুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন-কোন শিক্ষক সংগঠন কর্তৃক এমন আয়োজন সত্যই ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি শিক্ষক সংগঠনগুলোকে নিজেদের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আবদুল কাদের,সাধারণ সম্পাদক রাফি উদ্দিন শামীম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যা চৌধুরী, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী, মল্লিকার দিঘীর পাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগন।
আলোচনায় বক্তারা স্বাধীনতার বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তাছাড়া সংগঠনের দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করেন এবং সকল বৈষম্য নিরসনে সরকারের সদিচ্ছা কামনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান, এবিএম নোমান, মো.নাছির উদ্দিন, মো.আনোয়ার হোসেন,রেজাউল করিম, আবুল বাসার,জাফর আহমদ,কামাল হায়দার, জয়নাল আবেদিন,ওমর ফারুক,সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কুইজ বিজয়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি ভবিষ্যতে এরকম ইতিবাচক কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।