শিক্ষাঙ্গন

নোয়াখালী জেলা কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থী

নোয়াখালী জেলা কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থী

নোয়াখালী জেলা কারাগার থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সুবর্ণচর উপজেলার আরাফাত নামের এক শিক্ষার্থী। রোববার (৩০ এপ্রিল) সকালে তিনি জেলা কারাগার কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলায় জেল হাজতে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ী তার পরীক্ষার প্রশ্ন ও খাতা শহীদ জয়নাল আবেদীন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দেওয়ার কথা। কিন্ত সুবর্ণচর থেকে জেলা কারাগারে নিয়ে যেতে যে সময় যাবে তাতে ওই পরীক্ষার্থীর অনেক সময় চলে যাবে। তাই জেল হাজতের কাছের কেন্দ্র জিলা স্কুল থেকে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ওই শিক্ষার্থী জেলে থেকে জেল সুপারের মাধ্যমে নোয়াখালী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে বোর্ড কন্ট্রোলারকে নির্দেশ দেন এবং আদালতের নির্দেশ মোতাবেক কারাগারের মধ্যেই তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়। ওই শিক্ষার্থীর কেন্দ্র ছিল শহীদ জয়নাল আবেদীন সরকারি উচ্চ বিদ্যালয়। নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব বলেন, নোয়াখালীর নয়টি উপজেলার ৭৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসিতে ৩৪ হাজার ৩১৫ জন, দাখিলে ৯ হাজার ২১৩ জন ও ভোকেশনালে ২ হাজার ১১৭ জনসহ এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৪৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button