নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম বার) এর সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় ৭ মে রোজ রবিবার।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নোয়াখালী, নাজমুল হাসান, রাজীব, পিপিএম, অতি: পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল,আমান উল্লাহ,সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) নোয়াখালী -সহ সকল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
পরবর্তীতে মাসিক কল্যাণ সভায় এপ্রিল ২০২৩ বছরের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ভিত্তিতে একুশ (২১) জন অফিসার ও ফোর্স গন’কে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন মোঃ শহীদুল ইসলাম (পিপিএম-বার) পুলিশ সুপার নোয়াখালী,
উক্ত কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ওসি পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া পরোয়ানা নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি, আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধারের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এসআই/এএসআই দের কে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।